বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত সন্দেহ কানাইঘাটের সেই যুবক

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত সন্দেহ কানাইঘাটের সেই যুবক

 

স্টাফ রিপোর্টারঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া কানাইঘাটের সেই যুবক অবশেষে বাড়িতে ফিরেছেন। গতকাল রবিবার তার রক্তপরীক্ষার রিপোর্ট সিলেটে এসেছে পৌঁছালে রিপোর্টে করোনা ভাইরাসের অস্তিত্ব না থাকায় হাসপাতাল ছেড়েছেন কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২)।

রবিবার বিকালেই জাকারিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, জাকারিয়ার শরীরে কোনো করোনাভাইরাস বিদ্যমান নেই। তাই প্রয়োজনিয় চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে মেডিকেল বোর্ড। রবিবার বিকালেই তিনি হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ গত বুধবার থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটালো তার শরীরের রক্তপরীক্ষার ফলাফল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করলো টেস্টের রিপোর্ট।

Spread the love