সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত বিসিএস সাধারণ ক্যাডারে পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩২ বছর করার নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করা হয়েছে।
বিজিত শিকদারসহ ৫ শিক্ষার্থীর করা এ রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। আইনজীবী জানান, ২০১৪ সালের বিধিমালা ১৪ নম্বর ধারায় সাধারণ ক্যাডারে পরীক্ষার্থীর আবেদনের বয়স হতে হবে ৩০ বছর। কিন্তু একই বিধিমালায় শিক্ষা ক্যাডারে পরীক্ষার্থীর আবেদনের বয়স উল্লেখ আছে ৩২ বছর। একই আইনে দুইরকম। এছাড়া জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আবেদনের বয়স রাখা হয়েছে ৩২ বছর। একারণেই রিট আবেদন করেছেন বিজিত শিকদারসহ ৫ শিক্ষার্থী।
এলবিএন/২৬-জা/র/০৩