ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা এলাকায় ছাড়লে ব্যবস্থা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা এলাকায় ছাড়লে ব্যবস্থা

ডেস্ক রিপোর্টঃঃ

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, ১লা মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত ৬৫৫২ জন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। এর মধ্যে ৩৭৬জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলা ও উপজেলায় গঠিত সার্চ কমিটি তাদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও করোনা আক্রান্ত দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা প্রবাসীদের তথ্য তালাশ করে কোয়ারান্টাইনে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আখাউড়া উপজেলার দুইজন ইউপি চেয়ারম্যান এলাকায় থাকেননা বলে জানানোর পর তিনি জনপ্রতিনিধিদেরকে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দেন। বলেন এব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করতে হবে তাদের। যে সকল জনপ্রতিনিধি এলাকায় অবস্থান করবেন না তাদের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিপোর্ট দিতে নির্দেশ দেন। তাদের রিপোর্ট পাওয়ার পর ২৪ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে রিপোর্ট পাঠিয়ে চেয়ারম্যানদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।সভায় পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুজ্জামান, সিভিল সার্জন শাহ আলম, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আল মামুন সরকার, র‍্যাব-১৪ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের, সকল উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, সকল থানার ওসি, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31