বিশ্বনাথে লেবুর হালি ২০০ টাকা!

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪

বিশ্বনাথে লেবুর হালি ২০০ টাকা!

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেহের জন্য দারুণ উপকারী। অথচ এই লেবুর দাম এখন নাগালের বাহিরে। সিলেটের বিশ্বনাথে ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। কয়দিন আগেও সাইজ ভেদে যে লেবু হালিতে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ২০০ টাকায়।

 

 

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে খিরা-শসা ও টমেটোর দামও। ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সালাদ’র এই দুই আইটেম। উপজেলার সবজি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র । ফলে অধিকাংশ মানুষকেই ইফতারি থেকে বাদ দিতে হচ্ছে শরবত ও সালাদ।

 

বিক্রেতাদের দাবি, এখন লেবুর সিজন নয়। কিনতে হয়েছে বেশি দামে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।

 

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির সভাপতি শাহিনা আক্তার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930