‌হুজুরের থানকুনি পাতা!

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

‌হুজুরের থানকুনি পাতা!

বিনোদন ডেস্কঃঃ

রথানকুনি পাতা খেলে করোনাভাইরাস প্রতিরোধ করা যায়, সম্প্রতি এমনই এক গুজব ছড়িয়ে গেছে গোটা দেশে। সেই গুজব বিশ্বাস করে অনেকেই থানকুনি পাতার বাজারশূন্য করে ফেলেছেন।এবার এই গুজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক। নাম ‘হুজুরের থানকুনি পাতা’।

 

মেট্রো টিভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন কাদের হেলাল। আরও আছেন হেদায়েত নান্নু, পরিমনি, গণেশ পারভেজ, বিটলু শামীম, ডলার সোহাগ, ফারহান, তোফা প্রমুখ। এরই মধ্যে নাটকটি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

নির্মাতা অরণ্য আনোয়ার জানান, চলমান করোনাভাইরাস মহামারিতে মানুষ যেন গুজবে কান না দিয়ে, সচেতন হয় সেই ভাবনা থেকেই নাটকটি নির্মাণ ও প্রকাশের ব্যবস্থা করা হয়েছে।

Spread the love