ব্রিটেনে করোনায় তরুণীর করুণ মৃত্যু

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

ব্রিটেনে করোনায় তরুণীর করুণ মৃত্যু

ডেস্ক রিপোর্টঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী । তরুণী কোল মিডলটন যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সবচেয়ে কমবয়সী। -ডেইলি মেইলওই তরুণীর মা ডায়ানা মিডলটনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই তরুণীর পরিবারের সদস্যরা বলেছেন, আগে থেকে তার কোনও শারীরিক অসুস্থতা ছিল না। তারা হৃদয়বিদারক একটি পোস্ট করেছেন। বাকিমহামশায়ারের এই বাসিন্দা ফেসবুকে বলেছেন, ব্রিটেনের সব মানুষের উদ্দেশে বলছি; যারা এই ভাইরাসকে শুধুমাত্র একটি ভাইরাসই মনে করেন। প্লিজ, এ ভাইরাসটি নিয়ে নতুন করে চিন্তা করুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তথাকথিত এই ভাইরাস আমার ২১ বছরের মেয়েকে কেড়ে নিয়েছে। কয়েকদিনের তীব্র শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছে আমার মেয়ে।

 

 

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২২৭ এবং মারা গেছেন ৪২৪ জন। এই তরুণীর মৃত্যুর পর দেশটির অনেকেই ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করছেন। করোনাভাইরাসে তার ভাইয়ের মেয়ের মৃত্যু হয়েছে জানিয়ে তরুণীর ফুফু বলেন, পুরো পরিবারের বিশ্বাস তছনছ হয়ে গেছে।তিনি বলেন, এই ভাইরাসের বাস্তবতা আমাদের চোখের সামনেই উন্মোচিত হয়েছে। প্লিজ, সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন। সর্বোচ্চ চেষ্টা করুন। নিজেকে এবং অন্যদের রক্ষা করুন। এই ভাইরাস ছড়াচ্ছে না, মানুষই ভাইরাস ছড়াচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31