অস্ত্র উঁচিয়ে আঙ্গুরভর্তি পিকআপ ছিনতাই, উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

অস্ত্র উঁচিয়ে আঙ্গুরভর্তি পিকআপ ছিনতাই, উদ্ধার করল পুলিশ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেট থেকে অস্ত্র-শস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আঙ্গুরভর্তি একটি পিকআপ ছিনতাই করেছিল একটি চক্র।

 

 

 

শনিবার (৬ এপ্রিল) ভোররাত ৪টার দিকে জালালাবাদের লামাকাজী ব্রীজ সংলগ্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ৭/৮ জন গাড়িটি ছিনতাই করে।
 

 

পরবর্তীতে অভিযোগ পেয়ে আঙ্গুর ভর্তি পিকআপটি ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের বাবলু মিয়ার পরিত্যক্ত টিনসেড দোকান ঘর থেকে উদ্ধার করে সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশ।

 

 

 

রবিবার (৭ই এপ্রিল) রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান, শুক্রবার ভোররাতে সুনামগঞ্জ জেলার ছাতক থেকে একটি পিকআপ গাড়ি মালামাল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিল। গাড়িতে ৮ লাখ টাকা মূল্যের ৪০০ ক্যারেট আঙ্গুর ছিল। গাড়ির সঙ্গে ছিলেন চালক ও তার সহযোগী। পথিমধ্যে সিলেটের লামাকাজী ব্রীজ সংলগ্ন ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদসংলগ্ন আসলে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক সাদা রংয়ের নোহা কালো গাড়ি দিয়ে পিকআপের সামনে এসে গাড়িটিকে থামায়।

 

 

‘‘পরবর্তীতে নোহা গাড়িতে থাকা ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সকাল সাড়ে ৮টার দিকে পিকআপ গাড়ির চালক ও হেলপারকে নোহা গাড়িতে উঠিয়ে সিলেট রেল স্টেশনের দিকে ছেড়ে দেয়। তাদের কাছে থাকা ফোনটি নিয়ে নেয় ছিনতাই চক্রটি। এ ছাড়া ছিনতাইকারীরা আঙ্গুরবর্তী পিকআপ গাড়িটি ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের দিকে নিয়ে যায়।’’

 

 

মিডিয়া কর্মকর্তা বলেন, এ ঘটনায় ওইদিন চালক ও হেলপার জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনারের (উত্তর) সার্বিক-দিক নির্দেশনায় এবং জালালাবাদ থানার ওসির তত্ত্বাবধানে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পিকআপ গাড়িটি উদ্ধার করে। তবে এতে ২০৬ ক্যারেট আঙ্গুর পাওয়া গেছে।

 

 

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930