সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
সিলেট অফিসঃঃ
যুক্তরাজ্য থেকে সিলেট এম.এ.জি আন্তর্জান্তিক ওসমানী বিমানবন্দরে আসা ষাটোর্ধ্ব এক দম্পতিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১১টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছান। পরে তাদের শরীরের তাপমাত্রা বেশী হওয়ায় শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ওই ফ্লাইটে মোট ৩১ যাত্রী ছিলেন। বাকী ২৯জনকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।এ নিয়ে সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হয়েছেন ১৩৭ জন। আর মুক্ত হয়েছেন ২০০ জন
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে এখন ১৫৯৭ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে সিলেটে ৭৩১ জন, সুনামগঞ্জে ২২৯ জন, হবিগঞ্জে ৪৭৩ জন এবং মৌলভীবাজারে ১৬৪ জন রয়েছেন। নতুনভাবে কোয়ারেন্টাইনে যুক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ৫০ জন এবং মৌলভীবাজারের ২১ জন।