সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
প্রতিনিধি/শ্রীমঙ্গলঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের বিরুদ্ধে চা শ্রমিক পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে জমি দখলের এই অভিযোগ করেন পূর্বাশা এলাকার সঞ্চিতা দোষাদ ও অজয় দোষাদ।
অজয় দোষাদ বলেন, তার পিতা রামা দোষাদ’র মৃত্যুকালে রূপসপুর মৌজায় মৌরশী সম্পতির অংশ ১০.৪৫ শতাংশ জমি ও নির্মানাধিন সেমিপাকা ঘর রেখে যান। কিন্তু পিতার মৃত্যুর পর কাকা শ্রীনাথ দোষাদ পৈত্রিক ঘরে বসবাস করতে দেয়নি। ২০২২ সালের এপ্রিলে আমরা কাকার কাছে পিতার তৈরী ঘরের মালিকানা দাবী করলে জৈঠাত ভাই বাদল দোষাদ ও তার স্ত্রী বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিদালী দত্ত ক্ষিপ্ত হয়ে আমাদের ‘কুলি’র গোষ্ঠী’ বলে গালিগালাজ করেন। জমি দাবী করায় তারা আমাদের জেলের ভাত খাওয়ানোসহ প্রাণ নাশেরও হুমকি প্রদান করেন।
অজয় দোষাদ অভিযোগ করে বলেন, আমরা বংশ পরস্পরায় চা শ্রমিক পরিবারের সন্তান। চা শ্রমিক সন্তান পরিচয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেনে আমাদের ‘কুলি’ বলে গালি দেয়া সমগ্র চা শ্রমিকদের অপমান করার শামিল। তিনি বলেন, এনিয়ে এলাকার মুরুব্বিদের নিয়ে বিচার শালিশ করেও কোন লাভ হয়নি, উল্টো ক্ষমতার অপব্যবহার করে মিতালী দত্ত আমাদের বিরুদ্ধে থানা ও আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার কাকা শ্বশুর নিজের জমির অংশ বিক্রি করে মৃত্যু বরণ করেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। সম্পত্তি দখল দূরে থাক তিনি নিজেও পরিবার নিয়ে অন্যের সম্পত্তিতে বসবাস করছেন বলে জানান।