ওসমানীনগরের গ্রামে গ্রামে সেনাবাহিনীর টহল

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

ওসমানীনগরের গ্রামে গ্রামে সেনাবাহিনীর টহল
Spread the love

১১৯ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরের প্রতিটি হাট-বাজার জনমানবশূন্য। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। ফলে ওসমানীনগরের প্রতিটি এলাকাই নীরব নিস্তব্দতা বিরাজ করছে। সব সময়ের ব্যস্ত থাকা গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়াবাজার গুলো মানুষের অনুপস্থিতিতে খাঁখাঁ করছে। তার মধ্যে আবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে মহসড়ক থেকে শুরু করে একেবারে গ্রামে গ্রামে টহল েিদয়া শুরু করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার ওসমানীনগরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্রই দেখা গেছে। পুরো ওসমানীনগর জনশূন্য, নিস্তব্ধ। খুব প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বন্ধ সবকিছুর দোকান। নেই কোনো যানবাহনও। বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে দুটি গাড়ি করে সেনাবহিনীর বেশ ক’জন জওয়ান উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা(দাশপাড়া) গ্রামে টহল দিতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর এক জোয়ান হ্যান্ড মাইকে সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হবার আহ্বান জানাতে শুনা যায়।

সব মিলিয়ে এ যেন এক যুদ্ধাবস্থা। থমথমে চারপাশ। এ যুদ্ধ প্রাণঘাতী করোনার বিরুদ্ধে। এতে জয়ী হতে হলে বাইরে নয়, ঘরে অবস্থান করাই অতি জরুরী। যারা আজ ঘরে, তারাই এ যুদ্ধের বীর। যে যার যার ঘরে অবস্থান নিয়েই নিশ্চিত করতে হবে সামাজিক বিচ্ছিন্নতা। আর তাতেই পরাজিত হবে কভিড-১৯ ভাইরাস।
স্বাধীনতা দিবস হলেও, বিভিন্ন এলাকা ঘুরে কোথাও তেমন জনসমাগম চোখে পড়েনি। কেউ বেরোচ্ছে না ঘর থেকে। ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা।

গোয়ালাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে প্রতিদিন হাজার-হাজার মানুষের ভিড়, সেই বাজার শুনশান পড়ে আছে। কোথাও কেউ নেই। বন্ধ সব দোকান পাট। একই অবস্থা উপজেলার অন্যান্য বাজার গুলোতেও। করোনা প্রতিরোধে বিভিন্ন বাজারে বাজারে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করেও মানুষজনকে ঘরে অবস্থানের কথা প্রচার করা হচ্ছে।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930