সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৪
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জের বিশিষ্ট বাউল শিল্পী লেবু মিয়া স্বরণে মায়াবী সংগীতালয় একাডেমীর আয়োজনে শুক্রবার (৩ মে) বাদ আছর মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও শিরনী বিবরন করা হয়েছে। আছরের নামাজ শেষে কবরস্থনের পাশে দুরুদ শরীফ ও মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন, আউশকান্দি স্কুল ও কলেজ মসজিদের মোয়াজ্জিন রহমত আলী জ্বালালী।
এ সময় উপস্থিত ছিলেন, মায়াবী সংগীতালয় একাডেমির নব নির্বাচিত সভাপতি নাজমুল হক চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, প্রচার সম্পাদক রুজু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক লিটন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আইনুল হক, সদস্য আবুল কালাম, মুরুব্বি জালাল মিয়া, জুয়েল আহমেদ তালুকদার, দুলাল আহমদ তালুকদার, সুরুজ আলী, আবুল হোসেন, আব্দুল আলী, দিলদার মিয়া সহ আরো অনেকেই।
উল্লেখ যে, গত ঈদুল ফিতরের দিন সকালে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান বিশিষ্ট বাউল শিল্পী লেবু মিয়া সরকার। তিনির জীবনদশায় ক্বারী আমির উদ্দিন ও বিভিন্ন গুনী শিল্পী সহ তিনির নিজের রচিত অনেক গান দেশের বিভিন্ন স্থানে প্ররিবেশন করে গেছেন। এবং বাউল মুছন আলী ছাত্র বাউল লেবু মিয়া সরকার।