ওসমানীনগরে প্রবাসীর মসজিদে আসা নিয়ে সংঘর্ষে আহতের অবস্থা আশংঙ্কাজনক:মামলা দায়ের

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

ওসমানীনগরে প্রবাসীর মসজিদে আসা নিয়ে সংঘর্ষে আহতের অবস্থা আশংঙ্কাজনক:মামলা দায়ের

প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার মাটিহানী গ্রামের প্রবাস ফেরত ব্যক্তির মসজিদে আসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন আহত হন। এর মধ্যে মারাত্বক আহত ৪ জনকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন আছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কা জনক বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ওসমানীনগর থানায় মামলা রুজু করা হয়েছে।

 

 

জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের প্রবাসী মাহমদ আলী সদ্য লন্ডন থেকে দেশে আসেন। গত সোমবার ২৩ মার্চ দিবাগত রাতে স্থানীয় মসজিদে পবিত্র এশার নামাজ পড়তে যান, এসময় মসজিদে আসা অনান্য মুসল্লীরা মাহমদ আলীকে হোম কোয়ারেন্টিনে থাকার কথা পরামর্শ দিলে তিনি ক্ষেপে যান। এবং কোয়ারেন্টিনে থাকার অপরাগতা প্রকাশ করেন। এসময় কিছু মুসল্লীরা তাকে মসজিদ থেকে চলে যাওয়ার অনুরুধ জানালে তিনি এবং তার সাথে থাকা কয়েক জন মিলে প্রতিবাদকারী মুসল্লীদের উপর হামলার চেষ্ঠা চালালে দুই পক্ষের সংঘষ মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হন, আহতরা হলেন আল আমিন (২৭), রাসেল আহমদ (২২), আনহার আলী (১৮), সুহেল আহমদ (২৭)তারা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এছাড়া আরো দুইজন প্রথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায় । আহতদের মধ্যে আল আমিনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে তার পরিবারের লোকজন জানান।

 

 

প্রবাসী মাহমদ আলীর ভাই চমক আলী বলেন, মসজিদে মিলাদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার দিন এশার নামাজের পর মসজিদে থাকা মুসল্লি করোনা ভাইরাস থেকে রক্ষা জন্য ইমাম সাহেবকে দোয়ার জন্য অনুরোধ করেন মুসল্লীরা। মিলাদ পড়ে দোয়া করার জন্য মসজিদের ইমাম সাহেবকে চাপ প্রয়োগ করেন একটি পক্ষ। বিষয়টি নিয়ে তাদের সাথে আমাদের কথা কাটাকাটি এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আমাদের মারতে গিয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতেই চার পাঁচ জন আহত হতে দেখা যায়। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার প্রবাসী ভাইকে জড়িয়ে প্রতিপক্ষের লোকজন হোম কোয়ারেন্টিনে বিষয়টি এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেক মোবারক বলেন, এ বিষয়ে থানায় মামালা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31