সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
প্রতিনিধি/ছাতকঃঃ
চলমান বন্যার প্রবল স্রোতে ছাতক-সুনামগঞ্জ সড়কের আন্দারীগাঁও এলাকার প্রায় ১০০ ফুট ভেঙ্গে যাওয়া পাকা সড়ক পরিদর্শন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ গ্রহন করেছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।
শনিবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহন করা হয়। টানা বর্ষন ও পাহাড়ী ঢলে আন্ধারীগাঁও এলাকার প্রায় ১০০ ফুট পাকা সড়ক প্রবল স্রোতের ধাক্কায় ভেসে গিয়ে এ সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলে ছাতক সদর ইউনিয়নের একটি বিশাল অংশ সহ দোয়ারা উপজেলার দোহালিয়া, মান্নারগাঁও ও পান্ডারগাঁও ইউনিয়নের মানুষ পড়ে চরম দুর্ভোগে।
শনিবার বিকেলে ভাঙ্গন পরিদর্শ করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না ও ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তারা বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় করে দ্রুত বিকল্প সড়ক নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ গ্রহন করেন। বিকল্প সড়ক নির্মাণের আর্থিক ব্যয় হিসেবে উপজেলা পরিষদের তহবিল থেকে ১ লাখ, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেয়া হয়।
পরিদর্শন কালে আওয়ামীলীগ নেতা কুহিন চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন, আওয়ামীলীগ নেতা ছমির উদ্দিন, রঞ্জন কুমার দাস, জয়নাল আবেদীন, আব্দুল কাদির, মুহিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।