সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কিশোরগঞ্জের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অ্যাম্বুলেন্সচালক জ্বর ও সর্দিতে আক্রান্ত হলে কর্তৃপক্ষ তাকে তিন দিনের ছুটি দেয়। জ্বর-সর্দি করোনার উপসর্গ হওয়ায় তিনি যান ওই জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কোয়ারেন্টিনে রাখে।
ওই ব্যক্তি কোয়ারেন্টিনে রাখা হয়েছে এমন খবর পৌঁছে যায় এলাকাবাসীর কাছে। করোনা হয়েছে সন্দেহে এলাকাবাসী তাকে হাসপাতাল ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে পিটিয়ে এলাকাছাড়া করার হুমকিও দেওয়া হয়।
চালকের জীবন রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। প্রতিকার পেতে বিষয়টি পুলিশের নজরে আনা হয়। কিন্তু কিছুতেই স্থানীয়দের চাপ সামলাতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি টের পেয়ে যান চালকের পরিবারের সদস্যরা। শেষে জীবন রক্ষায় আজ শুক্রবার ভোরে হাসপাতাল থেকে পালিয়ে যায় পরিবারটি।
খোঁজ নিয়ে জানা গেছে, অমানবিকতার শিকার ওই চালকের ঠাঁই হয়েছে অন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে ওই হাসপাতালে তিনি কোয়ারেন্টিনে আছেন।