সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট নগরের রায়নগরে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় ওই যুবকের বাসার সামনেই এ খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট রায়নগর এলাকার বুসন্ধরা-৫ নং বাসার মুক্তাদির ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫)-এর উপর আজ বিকাল ৩টার দিকে তার বাসার সামনেই প্রতিপক্ষ কতিপয় যুবক অতর্কিত হামলা করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় শাহিনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ছুরিকাঘাতকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস.আই অমর ফারুক।
এ বিষয়ে জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিনকে কল দিলে তিনি রিসিভ করেননি।