সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রতিনিধি/লন্ডণঃঃ
যুক্তরাজ্যের সরকার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের ঘরে এই রোগ শনাক্তের একটি কিট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।সরকারি প্রতিষ্ঠান পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য নিশ্চিত করেছে।বলা হচ্ছে,প্রথম দফায় কয়েক হাজার টেস্ট কিট পাঠানো হবে।গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,নতুন এই টেস্ট কিট দিয়ে বাড়িতে বসে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে।এর জন্য ১৫ মিনিট সময় লাগবে।মূলত যেসব ব্যক্তিরা উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে আছেন,তাদের বাড়িতে এসব টেস্ট কিট পাঠানো হবে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের ন্যাশনাল ইনফেকশন সার্ভিসের পরিচালক অধ্যাপক শ্যারন পিকক বলেছেন,আগামী সপ্তাহের মধ্যে এই গণপরীক্ষা করা সম্ভব হবে। প্রাথমিকভাবে আমাজনের মাধ্যমে সন্দেভাজন আক্রান্তদের ঘরে ঘরে এই কিট পাঠানো হবে।এই কিট সঠিকভাবে কাজ করবে কিনা-সেটি বোঝার জন্যই এভাবে পাঠানো হবে।শ্যারন পিকক আরও বলেছেন,এটি এক ধরনের অ্যান্টিবডি টেস্ট। শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশও নতুন করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে এই পরীক্ষা করছে।