সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় গুরুতর আহত কাশেম মারা গেছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাশেম গাজীপুর বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে।কাশেমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
এদিকে, কাশেমের মৃত্যু নিয়ে নিজের ভ্যারিফায়েড আইডিতে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই। ’
হাসনাত আরও লেখেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’