সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বালাগঞ্জ /এম এ কাদির::
বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিভাস চক্রবর্তী রনিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে এম এ মতিনকে স্থানীয় চানপুর গ্রাম হতে বিভাস চক্রবর্তীকে বালাগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া। সংশ্লিষ্ট সূত্রে জানাযায় তাদের বিরুদ্ধে আওয়ামী স্বৈরশাসন আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্টতা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মামলা হামলা দমন-পীড়নের অভিযোগ রয়েছে।
৫ আগস্টের পরবর্তী মোগলাবাজার ও ওসমানী নগর থানায় দায়েরকৃত দুটি মামলার আসামী। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।