সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
লন্ডন অফিসঃঃ
দীর্ঘ ২৫ মাস মিথ্যা মামলা বন্ধী থাকার পর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্ত হওয়া শুকরিয়া আদায় করেছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি যুবদলসহ দেশের ১৭ কোটি মানুষের দোয়ায় জাতির সংকটময় মুহুর্তে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে।নেতৃবৃন্দ বলেন, করোনা নামক মারাত্মক সংক্রামক ব্যাধি মোকাবেলায় বিশ্ব এখন এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। আতঙ্কে কাপছে পুরো বিশ্ব। প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা।
জাতির এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তাকেও স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতৃবৃন্দ।এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও জাতির আপাতকালীন সময়ে গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ, বলেন জনাব তারেক রহমান, খালেদা জিয়ার মুক্তির ঘোষণায় স্বস্থি ও করোনা মোকাবিলায় সরকারকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তা কাজে লাগাতে সরকারের প্রতি আহবান জানান।একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে যুক্তরাজ্যে ও দেশবাসীকে এই রোগ থেকে বেঁচে থাকতে সামাজিক মেলা-মেশার উপর বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।