অন্তরা চক্রবর্তীঃঃ
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে ও গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার হোসাইনের তত্ত্বাবধানে উপজেলার মোবারকপুর ও গোয়ালাবাজার এলাকার অর্ধশত লোকজনেরর মধ্যে খাদ্য সামগ্র বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চালসহ প্রায় দুই হাজার টাকার অনান্য খাদ্য সামগ্রী। নাম প্রকাশ না করার শর্তে ওই যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের আতংক ও সংক্রমণে থমকে আছে আজ সারা বিশ্ব। ঘরবন্দী হয়ে সময় কাটছে মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষেরা। তাই মানবতার ডাকে সাড়া দিয়েই তারই সামান্য উদ্যোগ ।
বৃহস্পতিবার দিনভর উপজেলার মোবারকপুর গ্রামে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ গোয়ালাবাজার এলাকার একজন ভিক্ষুককে দুই হাজার টাকার খাবার সামগ্রী প্রদান করায় তিনজনের পরিবারের এই পঙ্গু ব্যক্তি মহা খুশি হতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন,দারুল আজহার মাদ্রাসা ওসমানীনগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মিনহাজ মিলাদ, স্থানীয় বাসিন্দা মুতাছিম বিল্লাহ জালালী, আবুল হোসাইন, আমিরুল ইসলাম,শায়খুল ইসলাম সায়েক, অপু আহমেদ, আবির টি-শার্ট প্রিন্টিং হাউস গোয়ালাবাজারের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলার গোয়ালাবাজারস্থ আবির টি-শার্ট পিন্টিং হাউজ ও মা-মনি ফ্রিজ ওয়ার্কশপের মালিক ব্যাবসায়ীদেলোয়ার হোসেন বলেন, এক যুক্তরাজ্য প্রবাসী ভাইয়ের অর্থায়নে এই দূর্যোগময় মূহুত্বে হত দরিদ্র মানুষের সামনে গিয়ে দড়াঁতে পেরে নিজেকে কিছুটা হলেও শান্তনা দেয়ার পথ খোঁজে পেয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুক্তরাজ্য প্রবাসি ভাইয়ের সহায়তায় এলাকার অর্ধশতাধিক হত দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী দান করা হয়েছে। সকল অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন,আমাদের এলাকাজুড়ে অনেক বিত্তশালী লোক আছেন যাদের দিকে থাকিয়ে আছে অসহায় চোখগুলো। বিপদে অসহায় মানুষদের দান করলে আল্লাহতালা আপনার বিপদে সাহায্য করবেন।