সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
ভারতের তামিল নাড়ু রাজ্যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধাকে কামড়িয়ে হত্যা করেছেন মানিকানদান নামের এক ব্যক্তি। গত শুক্রবার এই ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী মানিকানদান শ্রীলঙ্কা থেকে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন । তবে করোনা ভাইরাসের আতঙ্কে উলঙ্গ হয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যান তিনি। পরে রাস্তায় ঘুমিয়ে থাকা এক বৃদ্ধাকে কামড়ে ধরেন তিনি।
কিন্তু লোকজন জড়ো হওয়ার আগেই ওই বৃদ্ধা মানিকানদানের কামড়ে গুরুতর আঘাত পেয়ে মারা যান। পরে লোকজন জড়ো হয়ে মানিকানদানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত মানিকানদান মানসিক অসুস্থতার জন্য ২০১০ সালে চিকিৎসা নিয়েছিলেন। তার পরিবার জানায়, শ্রীলংকায় ব্যবসায় ক্ষতি হওয়ায় তার মানসিক সমস্যা আবারো দেখা দেয়। এদিকে বৃদ্ধাকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ।