বিলাল উদ্দিন/কুয়েতঃঃ
বৃহত্তর সিলেটের প্রাচীন ও স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সহসভাপতি ও সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সদ্য প্রয়াত সেবক আহাম্মদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৪ মার্চ) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সমাজসেবক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিলেটের প্রবীণ মুরব্বি আলীমুদ্দিন, বিশিষ্ঠ সংগঠক সুরুক মিয়া, আজাদ মিয়া,সাংবাদিক আ হ জুবেদ, সিরাজ মিয়া, তরুন সংগঠক ওদুদ আহম্মেদ, মিজানুর রহমান সহ আরও অনেকে। শোক সভায় বক্তারা, সদ্য প্রয়াত সেবক মিয়া প্রবাসে থেকে আর্ত মানবতার সেবায় সর্বদা কাজ করে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত তার স্মৃতি চারণ করেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন । পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়