সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামের এক ইন্টরনেট ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে ঘটনাটি ঘটে।
নিহত সুমনের বাসা রাজধানীর ভাষানটেক। তিনি মহাখালীর টিভি গেইট এলাকায় ব্যাবসা করতেন বলে জানা গেছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহামেদ জানান, গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার মাথায় ও বুকের বামপাশে গুলির ক্ষত চিহ্ন রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, সুমনকে কি কারণে কে বা কাহারা হত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের আত্বীয় স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।