জগন্নাথপুরে করোনা মোকাবেলায় ঝুকি নিয়ে মাঠে প্রশাসন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

জগন্নাথপুরে করোনা মোকাবেলায় ঝুকি নিয়ে মাঠে প্রশাসন

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুকি নিয়ে দিনরাত মাঠে কাজ করছেন প্রশাসনের কর্মকর্তারা। বিশ্বের সাথে বাংলাদেশে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিন করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী।

 

প্রথম থেকেই জীবনের ঝুকি নিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে মাঠে কাজ করছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, থানা পুলিশের পক্ষে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

 

তাছাড়া পৃথক ভাবে মাঠে কাজ করছেন জগন্নাথপুর পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর যুবলীগের পক্ষে সৈয়দ জিতু মিয়া, নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সজিব রায় দুর্জয়, আর্টস্কুলের পক্ষে অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, শিক্ষক কুশল রায়, সামাজিক সংগঠন মুক্ত সমাজ কল্যাণ সংস্থার পক্ষে আবুল ফজল প্রমূখ।সাথে রয়েছেন স্থানীয় কর্মব্যস্ত সাংবাদিকরা।

 

এছাড়া উল্লেখযোগ্য অন্য কাউকে তেমন একটা দেখা যায়নি। তবে গত ২ দিন ধরে সেনাবাহিনী টহল জোরদার হয়েছে। ২৯ মার্চ রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে সেনাবাহিনী টহল দিয়েছেন ও পৌর যুবলীগ নেতা ব্যবসায়ী নুর মোহাম্মদের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়।

 

এদিকে-করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বিভিন্ন নির্দেশনার কারণে পুরো জগন্নাথপুরে সুনসান নিরবতা বিরাজ করছে। কর্মচঞ্চল জগন্নাথপুরে নেই জন সমাগম। এতে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর গরীব মানুষজন। যদিও সরকারি ও ব্যক্তি উদ্যোগে কিছু মানুষকে খাদ্য সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031