করোনায় নিউইয়র্কে সিলেটিসহ আরও ৫ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

করোনায় নিউইয়র্কে সিলেটিসহ আরও ৫ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে শুধু নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু হলো।

 

মৃতদের মধ্যে তিনজনের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে, একজন যশোরের ও আরেকজনের বাড়ি ফরিদপু্রে। সবার পরিচয় জানা গেলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে, শুধু নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬৪৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৬৫ জন।

 

এ ছাড়া যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছে ২ হাজার ৪৮৪ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার ৪ জন। তবে এ সংখ্যা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে।

Spread the love