সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরের সরকারের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার উপজেলার চারটি ইউপির হতদরিদ্র মানুষের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলার উমরপুর , দয়ামীর ও পশ্চিম পইলনপুর, সাদিপুর ইউপির ৬০ জন গরীব হতদরিদ্র পরিবারকে ১০ কেজি চাল,৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ২লিটার সয়াবিন তৈল বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাজী কর্মকর্তার সাথে ছিলেন, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাফিজ (এ মতিন) সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী আব্দুরব, দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, ইউপি সদস্য রুকন, সুহেল মিয়া ,রুকন মিয়া, খুকন মিয়া, জুয়েল মিয়া, আমিরুল ইসলাম শিকদার, উমরপুর ইউনিয়ন পরিষদের সছিব মারুতি নন্দন ধাম ,সাবেক উমরপুর বাজার সেক্রেটারী ইছহাক আহমেদ শিপন প্রমুখ।