সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বসত বাড়ির জন্য হ্যান্ড ট্রলি দিয়ে মাটি আনতে গিয়ে ট্রলি উল্টে মাটি চাপায় শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে রবিন মিয়া (১০) ও স্থানীয় কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার দুই ছেলে বাড়ির সামনের বালুচর থেকে নিজ বাড়ি ভরাট করার জন্য হ্যান্ড ট্রলি দিয়ে মাটি আনতে যায়। হ্যান্ড ট্রলি ভর্তি করে মাটি নিয়ে আসার সময় হঠাৎ ট্রলিটি উল্টে শিশু রবিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।