সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে পায়ে শিকল বাধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর এলাকার সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ
সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে লাশটি সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশের পায়ে একটা শিকল বাঁধা রয়েছে। সেখানে দুটি তালা ঝুলানো রয়েছে। কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশটা দুই-তিন দিনের পুরনো বলে ধারনা করছে পুলিশ। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছেন তারা।
গেলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আসল বিষয় জানা যাবে।