ওসমানীনগরে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব: প্রশাসনের নিরব ভূমিকা

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

ওসমানীনগরে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব: প্রশাসনের নিরব ভূমিকা

এফ জুম্মানঃঃ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করলেও সিলেটের ওসমানীনগরে তা মানা হচ্ছে না। গনপরিবহন বন্ধ থাকার নির্দেশ থাকলেও ছোট ছোট যানবাহন সামাজিক দূরত্ব বজায় না রেখেই এক গাড়িতে ৫ জনের অধিক যাত্রী যাতায়েত করছেন।

 

এদিকে বাজার মনিটরিং এর নামে উপজেলা প্রশাসন সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। একটি বাজারে মনিটরিং করতে গেলে একাধিক ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ব্যস্ত রয়েছেন বলে সুত্রে জানা গেছে। বাজার মনিটিরিং না করায় বিক্রেতারাও অধিক দামে পণ্য বিক্রি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলা রেখে নিয়মিত ব্যবসা পরিচালনা করে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

এদিকে, মঙ্গলবার সিলেট -২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান নিজ অর্থায়নে ত্রান বিতরণে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই উপজেলা পরিষদের সামনে জনসমাগম করে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়েও জনসাগম করে ত্রান বিতরন করারও অভিযোগ উঠেছে।

 

 

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই উপজেলার বিভিন্ন জনগুরুত্বর্পূণ স্থানে নিরাপদ দূরত্ব বজায় না রেখে নিত্যপণ্য কিনছেন অনেকেই। এমনকি বিক্রেতারা মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। বাজারগুলোয় সরকারি নির্দেশনা একেবারে উপেক্ষিত। এ ছাড়া ওষুধের দোকানগুলোয় সামাজিকভাবে দূরত্ব বজায় না রেখেই অনেককে ওষুধ কিনতে দেখা গেছে। উপজেলার বানিজ্যিক প্রাণ কেন্দ্র গোয়রাবাজারসহ উপজেলার বিভিন বাজার এলাকা ও গ্রাম পর্যায়ে দিন ব্যাপি দোকানে চা, পান ও সিগারেট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ফলে করোনা সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে যে সব মানুষ।

 

সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদে গিয়ে দেখা গেছে, হাত ধূয়ার জন্য প্রথম দিন যে পানির ব্যবস্থা করা হয়েছে সেই পানির ড্রামটিও সেখানে নেই। ফলে উপজেলা পরিষদে যারা আসছেন তারা হাত না ধূয়েই প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহন করছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না হওয়ার নির্দেশনা দিলেও সেটি উপেক্ষিতি। এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। এদিকে, করোনা ভাইরাস কে পূজি করে কিছু অসাধু ব্যবসায়ীও দাম বাড়িয়ে পণ্য বিক্রিকরার অভিযোগ পাওয়া গেছে।

 

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, এমপি সাহেব যখন ত্রান বিতরণ করছেন তখন আমি উপস্থিত ছিলাম না। সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছি। বাজারও মনিটরিং চলছে।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930