সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলাবস্থায় আইন অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক এর নেতৃত্বে টাস্কফোর্স উপজেলার ফুলতলা বাজারে এ অভিযান চালায়।
এ সময় আইন না মেনে দোকান খোলা রাখায় চা দোকানী হারুন মিয়া ও তালেব মিয়া এবং ফার্ণিচার ব্যবসায়ী সুন্দর মিয়াকে দুই শত টাকা করে ছয়শত টাকা জরিমানা করা হয়। গণসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার বাজারে করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করে প্রচারাভিযান চালানো হয়। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারনকে ঘরে থাকারও অনুরোধ করা হয়।