সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
স্টাফ রির্পাটারঃঃ
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামে আজ বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম লাকি রানি নাথ (২৩)। তিনি এক সন্তানের জননী।
জানা গেছে, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামের ওমর দেবনাথের স্ত্রী লাকি রানি নাথের ঝুলন্ত মরদেহ আজ সকাল ১১টার দিকে নিজ ঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধারের খবরটি লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল সিলেটভিউ২৪-কে নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যা না আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, লাকি রানি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণেই এমনটি করেছেন ধারণা হচ্ছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যাই। বাকিটা ময়না তদন্ত শেষে বলা যাবে।