সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের আয়কর নথি তলবের নির্দেশ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

সন্তানসহ সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের আয়কর নথি তলবের নির্দেশ

 

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ (আ হ ম) মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং ছেলে কাশফি কামাল ও মেয়ে নাফিসা কামালের আয়কর নথি তলবের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) ৪টি পৃথক আবেদনের শুনানির পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন।

 

 

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ আবেদনসমূহ করেন।

 

 

 

‎লোটাস কামালের আয়কর নথি তলবের আবেদনে বলা হয়, আসামি লোটাস কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার এবং তার নামে ৩২টি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেন করার অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

 

 

‎কাশমিরি কামালের আবেদনে বলা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে অর্জিত ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকাকে বৈধ করার লক্ষ্যে লোটাস কামাল তার স্ত্রীর নামে অর্জন এবং নিজ ভোগ দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে এই প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ২০টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২৯ কোটি ৭৩ লাখ ১০ হাজার ২০৭ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করার অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

 

 

 

 

‎‎কাশফি কামালের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে অর্জিত ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকাকে বৈধ করার জন্য তার কন্যা কাশফি কামালের নামে অর্জন এবং নিজ ভোগ দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ ছাড়া কাশফি কামালের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে এই প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ৩৮ টি একাউন্টের মাধ্যমে জমা ও উত্তোলন করে সর্বমোট ১৮৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করার অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

 

 

 

 

‎নাফিসা কামালের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে অর্জিত ৬২ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকাকে বৈধ করার লক্ষ্যে তার কন্যা নাফিসা কামালের নামে অর্জন এবং নিজ ভোগ দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ ছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ১৮ টি একাউন্টের মাধ্যমে মোট ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকা জমা ও উত্তোলন করে তা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করার অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

 

 

 

‎মামলাগুলোয় বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930