সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৪৫ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে মোট ৩ হাজার ৮৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭০ জন। এখন কোয়ারেন্টিনে আছেন ৯১৮ জন।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সিলেট বিভাগে আজ নতুন করে ২৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৪ জন।