সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্দিজ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। মৃত বুলবুলের (২২) বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। তবে সে করোনা সংক্রমিত কি না তা নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।
রামেক হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, সর্দিজ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বুলবুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভর্তি হন। এরপর তাকে ৩৯নং ওয়ার্ডে নেয়া হয়। সেখানে অক্সিজেন দেয়ার সময়ই তিনি মারা যান। তার অ্যাজমা ছিল বলে তারা জানতে পেরেছেন। তবে তারা কোনো চিকিৎসা দেয়ার সুযোগ পাননি। তার আগেই তিনি মারা যান।
তিনি আরো জানান, বুলবুলের করোনার উপসর্গ ছিল কি না তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় নমুনা সংগ্রহও করা যায় নি। তবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা খুব জরুরি ছিল। আজ বুধবার থেকে রাজশাহীতে করোনার উপসর্গ পরীক্ষার ব্যবস্থা হতে পারে। রাতেই মরদেহ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা।
মৃতের স্বজনরা জানান, গত তিন/চার দিন ধরে বুলবুল সর্দিজ্বর, কাশি ও শ্বাসকষ্ট ভুগছিল। একটু বেশি হলে মঙ্গলবার বিকেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে রামেক হাসপাতালে উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, যে যুবক মারা গেছেন, তার সর্দি কাশি ছিল না। কিন্তু শরীরে জ্বর ছিল। বিকেলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই যুবক মারা যান। তার রক্তের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছিল। কিন্তু স্বজনরা তার লাশ নিয়ে চলে গেছেন।