সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা অসহায় মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া । এক বার্তায় গোলাম কিবরিয়া বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনা ভাইরাস মোকাবেলায় নেওয়া হচ্চে নানা পদক্ষেপ। ইতি মধ্যে সরকারের তরফ থেকে ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তবানরাও অসহায় নিন্মবিত্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে করোনা ভাইরাসের কারণে ঘর বন্ধি মানুষদের কিছুটা হলেও কষ্ট লাগাব হবে।
খেটে খাওয়া দরিদ্রদের খাবার সংকট নিরসনে দেশে বিদেশে অবস্থানরত সকল বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, লন্ডন -আমেরিকায় প্রতিদিনই বারছে হচ্ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশ ও মুক্ত নয় করোনার থাবা থেকে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী অঘোষিত লকডাউন চলাকালীন সময়ে এলাকার খেটে খাওয়া দরিদ্রদের খাবার সংকট নিরসনে দেশে বিদেশে অবস্থানরত সকল বিত্তশালীদের এগিয়ে এসে দেশে চলমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহবান জানান।
বার্তায় তিনি আরো বলেন, মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে খাবার সংকট নিরসনে এলাকার খেটে খাওয়া দরিদ্রদের পাশে দাঁড়ান , সাহায্যের হাত বাড়িয়ে দিন। করোনাভাইরাস সারাবিশ্বে মারাত্মক সংকটের মুখে। থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম।এই মানবিক বিপর্যয়ের মুখে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারা দেশে চলমান রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহবান জানান তিনি।