সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে দরিদ্র,দিনমজুর ও নি¤œ আয়ের ৫সহশ্রাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন, সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামীমা শাহারিয়ার এমপি।বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর ও বাদাঘাট বাজারে সেনাবাহিনীর সহযোগীতায় প্রায় ৫সহশ্রাধিক মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন,করোনা ভাইরাস সংক্রমন দেশের এই সঙ্কটময় মুহুর্তে দেশের মানুষের কল্যাণের জন্য আপনাদের জন্যই এসেছি। আপনারা করোনা ভাইরাস ভাইরাস প্রতিরোধে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন গণসচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদান করা হয়ে তা মেনে চলুন। আমি আপনাদের পাশে আছি। আপনারা ভাল থাকবে আর ভাল থাকার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী,বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সেনানিবাস সুনামগঞ্জ জেলার তাহিরপুর,জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক খসরু ওয়াহিদ চৌধুরী,যুগ্ম আহ্বায়ক জুলহাস মল্লিক,উত্তর বড়দল ইউনিয়ন কৃষকলীগ আহ্বায়ক দিলোয়ার হোসেন দুলাল,বাদাঘাট ইউনিয়ন কৃষকলীগ আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার,যুগ্ম আহ্বায়ক ডাঃ শেখ হাফিজুর রহমান প্রমূখ।