সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জে এক আনসার সদস্যসহ তিনজনের নমুনা পরিক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে করোনার উপসর্গ সন্দেহে ভর্তি হলে তাদের শরীরের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
এদের মধ্যে একজন হবিগঞ্জ জেলা আনসার কার্যালয়ে দায়িত্বে থাকা সদস্য। আর দুই সহোদর গত ২৫ মার্চ ভারত থেকে দেশে আসেন।হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম চক্রবর্তী জানান, সারাদিনে ৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ও বাকী দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। নমুনা রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।