লকডাউনের যে নিয়ম করেছে পানামা…

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে লকডাউনের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভিন্ন এক নিয়ম চালু করেছে মধ্য আমেরিকার দেশ পানামা। এক্ষত্রে তারা জোর দিয়েছে নারী-পুরুষের বিচ্ছিন্নতায়।

 

গত বুধবার থেকে শুরু হওয়া এই নিয়মে বলা হয়েছে, সপ্তাহে তিন দিন (সোম, বুধ ও শুক্রবার) প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঘরের বাইরে যেতে পারবেন নারীরা। আর মঙ্গল, বৃহস্পতি ও শনিবার পুরুষরা ঘর থেকে বের হতে পারবেন। রোববার সবাইকে ঘরে থাকতে হবে। এই দিনগুলোতেও নারী ও পুরুষরা বেরিয়ে কেনাকাটার জন্য মাত্র দুই ঘণ্টা সময় পাবেন।

 

অন্তত ১৫ দিন এই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে পানামার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

 

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে পানামা কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ও খাবার কিনতে বের হওয়া ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়। তারপরেও উদ্বেগজনকহারে লোকজন ঘরের বাইরে যেতে থাকায় নারী ও পুরুষের জন্য সপ্তাহের দিনগুলো ভাগ করে দেওয়া হয়েছে।

 

টুইটারে এক বিবৃতিতে পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো নিতো কোরতিজো বলেছেন, ‘বাধ্যতামূলক জাতীয় কোয়ারেন্টিন সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ তাদের ঘরের বাইরে যাওয়ায় সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।’সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ করেছে পানামা। ২২ মার্চ থেকে বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে তারা। প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত চলছে কারফিউ।

 

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে, পানামায় এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৭ জন আর মৃত্যু হয়েছে ৩২ জনের।

 

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৭ হাজার ২৪৯ জন। সারা বিশ্বে নয় লাখ ৩৬ হাজার ২০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৭৮ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30