সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ ও বাজার তদারকিসহ বাজার ব্যবস্থার সার্বিক অবস্থার মনিটরিং করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। বৃহস্পতিবার(২,এপ্রিল)সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের তাহিরপুর সদর বাজার,আনোয়ারপুর,ইসলামপুর,বাদাঘাট,চাঁনপুর,জয় বাংলা,শ্রীপুর বাজারসহ বিভিন্ন বাজারে নির্ধারিত ডিলারদের মাধ্যমে চাল বিতরণের কার্যক্রম মনিটরিংয়ের সময় উপস্থিত সবার উদ্দ্যোশে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক পরামর্শ দেন ইউএনও।
এসময় তিনি বলেন,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ন্যায্যমূল্য নিশ্চিতে বিক্রি করা,জরুরি কাজ ব্যতীত বাজারে ঘোরাঘুরি না করা,দূরত্ব বজায় রেখে চলাফেরা,খাদ্য মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা,বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা,পরিষ্কার-পরিছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।
এসময় বাজার কমিটির সভাপতি,সম্পাদক স্থানীয় সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।