সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
প্রতিনিধি/জুড়িঃঃ
সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জুড়ীতে সেনা বাহিনী ও পুলিশের সমন্বয়ে উপজেলা শহরে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। অভিযান কালে শহরে অহেতুক যান চলাচল বন্ধ করা হয় এবং অযথা বাজারে ঘুুরতে থাকা লোকজনদের বাাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক বড়ধামাই গ্রামের আছাদ উদ্দিনকে ৫ হাজার, বেলাগাঁও গ্রামের মাসুক আহমদকে ৫ হাজার, রাজশাহীর জাহাঙ্গীর আালমকে ৩ হাজার, ক্লিবডন চা বাগানের রাম অলমিককে ৩ হাজার, গোয়ালবাড়ী গ্রামের আবুল কালামকে ৩ হাজার ও ভবানীগঞ্জ বাাজারের দেওয়ান মারজানকে ৩ হাজার টাকাসহ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।