সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি এক তরুণ। তার নাম অর্ণব (২৮)। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ইটোবিকোর স্টিলিস অ্যাভিনিউ ও ইজলিংটন অ্যাভিনিউ এর সংযোগস্থলে অপর ২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। বাবা আমানুল হক বাবর ও মা অণু’র একমাত্র সন্তান ছিলেন অর্ণব। পেশায় ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
পুলিশ জানিয়েছে, স্টিলিস অ্যাভিনিউয়ের পশ্চিম দিকে গাড়ি চালিয়ে তিনি ইউটার্ন নেওয়ার চেষ্টা করেছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ি অর্ণবের লেক্সাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য গাড়িতে থাকা তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
অর্ণবের বাবা প্রয়োজনীয় কাজে বাংলাদেশে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েছেন। বাংলাদেশে বগুড়ার বাদুরতলায় তাদের পৈত্রিক নিবাস। তবে টরন্টো শহরের ইটোবিকোতে সপরিবারে বসবাস করতেন তিনি।