সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে দূর্বৃত্তদের দেয়া আগুনে গবাদি পশুসহ ১০ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল ভস্মিভুত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র সাবেক ইউপি সদস্য মোজাহিদ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে কে বা কারা পে্েরট্রাল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মুহুর্তের মধ্যে আগুন পাশাপাশি থাকা হাজী আব্দুন নূর, আব্দুল মালেক, আবুল কালাম ও বাবুল মিয়ার গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনার আগেই গোয়াল ঘরে থাকা ১১টি গরু, ৫টি ভেড়া এবং গোয়ালঘরের পাশে থাকা ১০ মোরগ ও ১৫টি কবুতর অগ্নি দগ্ধ হয়েছে। এ ছাড়া গোয়ালঘর, কৃষিযন্ত্রাদি ও আসবাবপত্রসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্ছু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।