সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে করোনা ভাইরাস সংক্রমক প্রতিরোধে সরকারী দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলা করেছে স্থানীয় লোকজন। এতে পুলিশের দু’ সদস্য আহত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাম্মেসী ছাড়া বিকেল ৫ টার মধ্যে স্থানীয় হাট-বাজারের সকল দোকান পাঠ বন্ধ করার প্রসাশনিক নির্দেশনা রয়েছে।
প্রশাসনিক দায়িত্ব পালন করতে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ টেটিয়ারচর বাজারে অবস্থান করে নির্ধারিত সময়ের মধ্যে দোকান-পাঠ বন্ধ ও বাজারে আসা লোকজনদের ঘরমুখী হওয়ার তাগিদ দিচ্ছিল। এক পর্যায়ে পুলিশ বাজার ছাড়তে বাধ্য করতে গিয়ে বাজারে আসা লোকজনদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে টেটিয়ারচর গ্রামের বাসিন্দা মঈনুল ইসলাম(৬৫) নামের এক ব্যক্তি বাজার সংলগ্ন একটি খাদের পানিতে পড়ে যায়।
এ সময় ওই ব্যক্তির দিকে পুলিশ লাঠি হাতে ধেয়ে আসলে মঈনুল ইসলামের স্বজনরাসহ বাজারের লোকজন পুলিশের উপর চড়াও হয়। পুলিশের সাথে এসময় বাজারের লোকজনের হাতা-হাতি ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, টেটিয়ারচর বাজারে একটি ভুল বুঝা বুঝির ঘটনা ঘটলে পুলিশের উপর হামলা হয়নি।