নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি পণ্য: আটক ৫

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি পণ্য: আটক ৫
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের টিসিবির বিপুল পরিমান মালামাল সহ ৫জনকে আটক করা হয়েছে। উপজেলার ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী স্থানীয় লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের পুত্র যুবলীগ নেতা নোমান হোসেন অবৈধভাবে টি.সি.বি’র সোয়াবিন তৈলসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাইকারী ও খুচরা কালো বাজারে বিক্রি করার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন ৫ ঘন্টা ব্যাপী যৌথভাবে কয়েকটি গুদাম ও ব্যবসা প্রতিষ্টানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান টিসিবি’র সোয়াবিন তৈল, চিনিসহ নানা পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুধু টিসিবি পণ্যই নয়।  তার দোকান ঘর থেকে অবৈধ ভারতীয় সিগারেট ও উদ্ধার করা হয় বলে জানা গেছে।
এ অভিযানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার চৌধুরী সহ দুই থানার  পুলিশ সদস্যরা।
এ সময় প্রায় শহশ্রাধীক ভূক্তভোগী জনসাধারন প্রশাসনের উপস্থিতিতে ইনাতগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ী নোমান হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি ইনাতগঞ্জ পূর্ব বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত ঘোষনা করেন।
জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজার গুদাম থেকে জবন্দকৃত পণ্য সামগ্রী হচ্ছে টিসিবি ৭৩ বস্তা চিনি,১৯৬ পিছ সোয়াবিন তৈল, চিনি পরিবর্তন করা ৬বস্তা, টি.সি.বি’র চিনির খালি বস্তা ৯টি। ইনাতগঞ্জ ব্যবসা প্রতিষ্টান ও গুদাম থেকে পাওয়া টিসিবিন ৫ লিটার ছোয়াবিন তৈল, টিসিবি, লেভেল ছাড়া চিনির খালি কার্টুন ৩টি, ৫ লিটার ছোয়াবিন তেল।
এ সময় নোমান হোসেন এর  ভাইসহ ৫জনকে আটক কর প্রশাসন। পরে নবীগঞ্জ থানার পুলিশ আটককৃতদের জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।এ অভিযানের খবর পেয়ে সু- চতুর নোমান হোসেন পালিয়ে যায়।   আটককৃতরা হলো নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), দোকানের কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের পুত্র লিংকন রায়(৩০), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার পুত্র সিরাজ মিয়া(৪০), একই গ্রামের শফিক উদ্দিনের পুত্র আব্দুল কালাম (৩৫), বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র আবুল কালাম (৪২)।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি করছেন। সরেজমিনে এসে আমরা সত্যতা পাই। পাশের জগন্নাথপুর থানায় তার একটি গগুদাম ঘর থাকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান টিসিবি পণ্য উদ্ধার করি। জগন্নাথপুর ও নবীগঞ্জ উভয় থানায়ই তাদের বিরোদ্ধে  মামলা করা হবে।
Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930