সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ভিউ ডট নিউজ’র স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হুসেন রানা। পিন নাম্বারে আসা টাকার সাথে ব্যাংক ক্যাশিয়ার অতিরিক্ত ৭৫ হাজার টাকা রানাকে ভূলক্রমে দিয়ে দেন। ব্যাংকের অতিরিক্ত ৭৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে তিনি সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্তাপন করেন। এতে তিনি সর্ব মহলে প্রশংশিত হয়েছেন। ভুল করে ক্যাশিয়ার তাকে ৭৫ হাজার টাকার পরিবর্তে দেড় লক্ষ টাকা দিলে তিনি বাকি টাকা ব্যাংকে গিয়ে ম্যানেজারের হাতে তুলে দেন।
আলী হোসেন রানা জানান, নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের আমেরিকা প্রবাসী জাকারিয়া ইসলামের সাথে তার পরিচয় খেলাধুলার মাধ্যমে। তিনি প্রতিবছর রমজানে মানুষকে সাহায্যের জন্য টাকা পাঠান তার মাধ্যমে। পিন নাম্বারে আমেরিকা থেকে ৭৫ হাজার টাকা পাঠিয়ে ছিলেন উত্তরা ব্যাংক সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার শাখায়। গতকাল রোববার রানা সে টাকা উত্তোলন করতে গেলে ক্যাশিয়ার তার হাতে তিন বান্ডিল টাকা দেন। তিনি না দেখে ব্যাগে ঢুকিয়ে নেন। বাজারের একটি দোকানে গিয়ে গুণে দেখেন এতে ৭৫ হাজার নয়, তিন বান্ডিলে দেড় লক্ষ টাকা।
ছোট বেলায় বাবাকে হারান পরিবারের একমাত্র সন্তান আলী হোসেন রানা। মা অনেক কষ্ট করে লালন পালন করেন। ২০১৪ সালে মা ক্যান্সারে কারনে মারা যান। দুই সন্তানের নিয়ে খেলাধুলার ধারাবিবরণী দিয়ে যে টাকা পান সেই টাকা দিয়ে সংসার চলে। বাড়ীর ভিটা ছাড়া জমি নেই। রানার আর্থিক অভাব আর অনটনের মধ্যে একটু লোভ না করে যখন দেখলেন ব্যাংক ক্যাশিয়ার তাকে ভূল করে অতিরিক্ত ৭৫ হাজার টাকা দিয়ে দিছেন তাঃক্সনিক ভাবে ঘনিষ্ট কয়জনের সাথে পরামর্শ করে রোববার দুপুর ২টার দিকে টাকা গুলো ব্যাংকের ম্যানেজার রুহুল আমিনের নিকট ফিরিয়ে দিলেন রানা।এ সময় রানার সাথে ছিলেন, গোয়ালাবাজারের ইউপি সদস্য বেলাল আহমদ, ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নুর ব্যবসায়ী ফররুক আহমেদ।
উত্তরা ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন বলেন, রানা যে সততা দেখান সেটা নজির বিহীন। উনার অভাবের সংসার ধারাবিবরনী দিয়ে যে টাকা পান সেই টাকা দিয়ে সংসার চলে। কিন্তু তিনি ৭৫ হাজার টাকার লোভ না করে টাকা গুলো আমাদের নিকট ফিরিয়ে দিয়ে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যা সত্যিই প্রশংসনীয়।