ওসমানীনগরে ব্যারিস্টার সুমনের এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

ওসমানীনগরে ব্যারিস্টার সুমনের এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
৩৬৭ Views

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।সিলেট বিভাগের এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বাবা-মায়ের নামে প্রতিষ্টিত‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশন।

 

ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইতিমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় ওসমানীনগরে ত্রাণ বিতরণ করা হয়েছে।বুধবার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, বুরুঙ্গা বাজার,ও তাজপুর ইউনিয়নের বিভিন্ন অসহায় গৃহবন্দি লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিয়েছে ‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের লোকজন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল,তৈল,লবন,চিনি,সেমাই,আলুসহ নিত্যগ্রয়োজনীয় সামগ্রী। মঙ্গলবার ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষিন সুরমার উপজেলার বিভিন্ন লোকজনের মধ্যেও ত্রাণ বিতরণসহ এক নবজাতকের মাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে বলে সংগঠন নেতৃবৃন্দ জানান।ওসমানীনগরে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,এমএই সার্ভিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ইত্তেফাকের সাংবাদিক আহসান হাবিব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ওসমানীনগরের আলহাজ্ব মিনা বেগম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল,সমাজসেবী আব্দুল মুকিদ আফজল, সাংবাদিক ফজলু মিয়া।

 

বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, ব্যারিস্টার সুমনের হাতে গড়া ‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশন স্বল্প সময়েই সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছে। ইতিমধ্যে অনেকেই এই ফাউন্ডেশনে অর্থসহায়তা দিয়েছেন। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930