সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ১২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। চীনে উৎপত্তি হলেও যুক্তরাষ্ট্রে এই ভাইরাস সবচেয়ে বেশি মহামারি রূপ নিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৩ লাখ ৪৭ হাজার ১৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৮০ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার একদিনে মোট ১৭ হাজার ৩৬০ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৫০ জনের।
যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, ইলিনয়েস এবং ম্যাসাচুসেটস। নিউইয়র্কে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭২১ জনের। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ৪০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৪০ জনের।
যুক্তরাষ্ট্রে করোনার পরীক্ষা আরও বাড়ানোর জন্য আজ মঙ্গলবার ট্রাম্প প্রশাসন অঙ্গরাজ্যগুলোকে ১১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এই মহামারিতে আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনের।