নবীগঞ্জে শিল্পী ও যন্ত্রীকদের মধ্যে ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে‘র ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় লকডাউনে সারাদেশ যখন বিচ্ছিন্ন, আর এই দূর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায়, শ্রমজীবি ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে ।
এরই ধারাবাহিকতায় করোনা সংকটে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২য় ধাপে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা তথা পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক বাউল শিল্পী, যন্ত্র শিল্পীদের মধ্যে  উক্ত ফাউন্ডেশন কর্তৃক বুধবার দুপুরে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি- হীরাগঞ্জ মাদ্রাসা পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন এর উদ্যোগে ও সহ-সভাপতি এম.মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জের প্রবীণ বাউল শিল্পী এখলাছুর রহমান আজাদ।
এতেপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফেরামের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শাহ্ সুলতান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এড.এম.এ বাছিত, বিশিষ্ট সাংবাদিক বুলবুল আহমেদ, বাউল ওস্তাদ জি এম সোনা মিয়া, সাংবাদিক ও গীতিকার হাবিবুর রহমান, সঙ্গীতানুরাগী লেবু মিয়া, গীতকবি বাবু গোপাল, গীতিকার ও বাউল শিল্পী লেবু মিয়া সরকার, বাউল বিরহী রাজু, গীতিকবি ও বাউল শিল্পী মন্টি ঠাকুর, চন্দন মিয়া, শাজাহান মিয়া, ফকির গফুর মিয়া, বিরহী মিলন, আবু তাহের, আফরোজ দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত থমকে আছে সংগীতাঙ্গন। এরইমধ্যে এ ভাইরাসের সংক্রমণে প্রতিদিনই দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সামাজিক দুরত্ব বজায় রাখতে চলছে সাধারণ ছুটি। এমন অবস্থায় দেড় মাসেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের সব ধরনের কনসার্ট ও বাউল গান বাতিল করা হয়েছে। যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মূখিন হয়ে পড়েছেন  শিল্পীরা।
করোনা পরিস্থিতি কবে ঠিক  হবে এবং ঠিক হলেও কবে আবারো সঙ্গীতাঙ্গন স্বাভাবিক অবস্থানে  ফিরবে সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।তাই এরই মধ্যে  সামনেই রোজার ঈদ। এই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ও করোনা পরিস্থিতিতে ২য় ধাপে  যুক্তরাজ্য প্রবাসী সংগীত অনুরাগী, সমাজ সেবক, বিশিষ্ট সাংবাদিক ও ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্টাতা সভাপতি  আব্দুল মতিনের  উদ্যোগে গত এপ্রিল মাসেও অসহায় দরিদ্র কর্মহীন অর্ধ শতাধিক পরিবারের মধ্য খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায়  আজ প্রায় শতাধিক বাউল শিল্পী ও যন্ত্রশিল্পী পরিবারকে ঈদ উপহার (নগদ অনুদান) প্রদান করা হয়েছে।
উক্ত  অনুষ্টানে আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ সুবিধাভোগী শিল্পী ও যন্ত্রীক শিল্পী বৃন্দ ইন্সফায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করে বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে সামাজিক সংগঠন ইন্সফায়ার ফাউন্ডেশন ইউকে।
এ বিষয়ে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে আগত সকল অতিথি বৃন্দ ও শিল্পীদের তিনি ধন্যবাদ জানিয়ে বলে,  এ ধরনের সামাজিক কার্যক্রমগুলো ভবিষ্যতে ও চলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930