অন্যরকম ঈদ তারকাদের

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

অন্যরকম ঈদ তারকাদের
Spread the love

৮৪ Views

বিনোদন ডেস্কঃঃ

করোনার কারণে ফিকে হয়ে গেছে এবারের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসব আমেজে পাড়া-মহল্লায় এবার শোনা যায়নি কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে, এলো খুশির ঈদ’ গানটি। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এবার সব কিছেই যেন ওলট-পালট। মানুষ এখন ঘরবন্দী, পরিকল্পনাগুলোও ভেস্তে গেছে। সোজাসাপ্টা বললে, করোনাভাইরাসের কারণে এবার ঈদটা অন্যরকম। ঈদ ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদেরও নেই কোনো আয়োজন। সবার ঈদই কাটছে বাসায়, পরিবারের সঙ্গে। তেমনই ক’জন তারকাদের নিয়ে আজকের আয়োজন।

 

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ঈদের নামাজ আদায় করেছেন গুলশানের আজাদ মসজিদে। এখন তিনি আছেন নিজ বাসায় পরিবারের সঙ্গে। আর করোনার কারণে বাসাতেই আছেন তিনি, নেই কোনো পরিকল্পনাও। শাকিব খান বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছি, বাসায় আছি। এবারের ঈদটা বাসায়ই কাটানো হবে। উৎসবের এমন দিনে মনটা তেমন ভালো নেই। অন্য বছরগুলোতে ঈদের ব্যস্ততা ছিল নতুন ছবি ঘিরে। আর ঈদ উৎসব বা আনন্দও ছিল নতুন ছবি নিয়ে। করোনাভাইরাসের কারণে এবার সব কিছু অন্যরকম। দেশের সব সিনেমা হলও বন্ধ। ঘরবন্দী মানুষ অজানা এক আতঙ্ক নিয়ে ঈদ উদযাপন করছে। যাই হোক, সবাইকে ঈদে শুভেচ্ছা। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি দিনটি পালন করছেন পরিবারের সঙ্গে নিজ গ্রামের বাড়ি খুলনায়। পপি বলেন, ‘করোনার কারণে প্রায় দুই মাসের মতো আমি খুলনায়। এবারই বেশ লম্বা সময় নিয়ে খুলনায় থাকা হচ্ছে। অভিনয় ক্যারিয়ারে পা রাখার পর প্রায় ২৫ বছর পর এত লম্বা সময় নিয়ে খুলনায় আছি। এবার বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি ও ফুফা-ফুফুসহ পরিবারের সবার সঙ্গে ঈদটা বেশ অন্যরকম কাটছে। করোনার কারণে সবাই এখন ঘরবন্দী, এর মাঝেই ঈদ উৎসব। কষ্টের মধ্যেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা।

 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান বলেন, ‘এই ঈদে সুদৃঢ় হোক পারিবারিক বন্ধন। ঘরে বসেই নিজের প্রিয়জনের সাথেই ভাগ করে নেই ঈদের আনন্দ। আর সকল প্রতিকূলতাকে জয় করে আমরা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি আমাদের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে, এই কামনা করি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতর-এর শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

জনপ্রিয় নায়িকা পূর্ণিমার ঈদও কাটছে ঘরোয়া আয়োজনে। এই অভিনেত্রী বলেন, ‘ঈদের দিনটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছি। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ঘরে স্বামী-সন্তানকে নিয়েই আছি। মজার সব রান্না করছি আর নিজেরাই আনন্দ করছি। সকাল থেকেই সবার সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। সব কিছু একদিন স্বাভাবিক হবে, আনন্দ-উল্লাস আর উৎসবমুখর পরিবেশে দিনগুলো কাটাবো, সেই কামনায় প্রহর গুণছি। সবাইকে ঈদ মোবারক।

 

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন তার নতুন গান ‘আমি ভাবি তুমি’ গানটি। ভক্ত-শ্রোতাদের জন্য এটি তার ঈদ উপহার। হাবিব বলেন, ‘করোনার কারণে এবারের ঈদের আমেজ নেই বললেই চলে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজেদের বাঁচাতে আমার সবাই এখন সেচ্ছায় ঘরবন্ধি। তাই বাধ্য হয়েই ঈদ উৎসবটা পালন করতে হচ্ছে ঘরে। ভিডিও কল ও ফোনের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করছি। ঘরে বসে পছন্দের খাবার নিজেই তৈরি করছি। ঘরের থাকাই এখন নিরাপদ। সবাইকে অনুরোধ করবো ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।

 

সবার মতো পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার ভাষ্য, ‘অন্য বছরগুলোতে তো কাছের মানুষদের সঙ্গে দেখা, বাইরে ঘুরতে যাওয়া, গল্প-আড্ডায় মেতে ওঠা হতো। এবার সেসব কিছুই নেই। পরিবারের সবার সঙ্গে ঘরেই আছি। মজার সব রান্নাবান্না, টিভিতে অনুষ্ঠান দেখেই দিন পার করছি। করোনার কারণে এবারের ঈদটা ফিকে হয়ে গেছে। কাছের মানুষজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি মুঠোফোনে। দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঘুম থেকে উঠে ঈদের রান্নায় মাকে সহায়তা করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এই অভিনেত্রীর ভাষ্য, ‘অন্যান্য ঈদে সকালটা বাড়িতে থাকলেও বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। কিন্তু এবারের ঈদটা কাটবে অন্যরকম। বাসা থেকে বের হওয়ার কোনো আয়োজন নেই। আয়োজন যা হওয়ার ঘরেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।

ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান দুই মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দী। এ অভিনেতা বলেন, ‘এবারের ঈদ নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না। অন্য বছর তো ঈদ আসার আগেই একটা পার্টি মুডে থাকা হতো। নাটকের কাজ নিয়েও ব্যস্ত থাকা হতো। এবার সেসব কিছুই নেই। বাসায় আছি, পরিবারের সঙ্গে আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা।

 


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930