প্রতিনিধি /সুনামগঞ্জঃঃ
এস পি সুনামগঞ্জ ১৬জন করোনা জয়ী পুলিশ সদস্য দের জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। এছাড়াও জেলার প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৭৩জন।এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সদস্যের মধ্যে ৩৩জন আক্রান্ত হয়েছেন। তাদের সুনামগঞ্জ পুলিশ লাইনে নিজস্ব হাসপাতালে আইসোলেসনে রাখা হয়।
নির্দিষ্ট সময় চিকিৎসাধীন থেকে ও নিয়ম মেনে চলার কারণে ১৬জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন।বাকী দের অবস্থা ও ভালর দিকে তারা ও সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। তিনি বলেন আমাদের পুলিশ সদস্য গণ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আমি তাদের নিজস্ব আইসোলেসনে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহর রহমতে ১৬জন সুস্থ হয়েছে, বাকীরা ও কয়েকদিনের মধ্যেই ইনশাললাহ সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা করি।