সুনামগঞ্জে ১৬জন করোনা জয়ী পুলিশ সদস্য কে ফুল দিয়ে বরণ করলেন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সুনামগঞ্জে ১৬জন করোনা জয়ী পুলিশ সদস্য কে ফুল দিয়ে বরণ করলেন
প্রতিনিধি /সুনামগঞ্জঃঃ
এস পি সুনামগঞ্জ ১৬জন করোনা জয়ী পুলিশ সদস্য দের জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। এছাড়াও জেলার প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৭৩জন।এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সদস্যের মধ্যে ৩৩জন আক্রান্ত হয়েছেন। তাদের সুনামগঞ্জ পুলিশ লাইনে নিজস্ব হাসপাতালে আইসোলেসনে রাখা হয়।
নির্দিষ্ট সময় চিকিৎসাধীন থেকে ও নিয়ম মেনে চলার কারণে ১৬জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন।বাকী দের অবস্থা ও ভালর দিকে তারা ও সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। তিনি বলেন আমাদের পুলিশ সদস্য গণ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আমি তাদের নিজস্ব আইসোলেসনে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহর রহমতে ১৬জন সুস্থ হয়েছে, বাকীরা ও কয়েকদিনের মধ্যেই ইনশাললাহ সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা করি।
পুলিশ সুপার আরো বলেন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চললে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। সুস্থ হওয়া করোনা জয়ী এ এস আই শাহীন আহমদ বলেন আমি ও আমার সহকর্মী গণ দায়িত্ব পালন করতে গিয়ে কখন আক্রান্ত হয়েছি জানিনা। আল্লাহ অশেষ কৃপায় ও পুলিশ সুপার সহ সবার সহযোগিতা এবং দোয়ায় সুস্থ হওয়ায় শুকরিয়া জানাই। তিনি আরো বলেন করোনা আক্রান্ত হয়ে নিয়ম মেনে চললে সুস্থ হওয়া যায় ভয়ের কিছু নেই।

Spread the love

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30